‘রেডিও’ মুক্তি ১০ মার্চ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে আগে কোনো সিনেমা নির্মিত হয়নি। ইতিহাসের এই বিষয়টি নিয়ে প্রথমবার নির্মিত হয়েছে সিনেমা 'রেডিও'। 
রেডিও সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে আগে কোনো সিনেমা নির্মিত হয়নি। ইতিহাসের এই বিষয়টি নিয়ে প্রথমবার নির্মিত হয়েছে সিনেমা 'রেডিও'। 

মুক্তিযুদ্ধের সময় নাগরিক সুবিধাবঞ্চিত একটি গ্রামে রেডিও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তা নিয়ে এই সিনেমার গল্প। 

'রেডিও' সিনেমাটি সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পেয়ে আগামী ১০ মার্চ মুক্তি পাচ্ছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মীসহ অনেকেই। 

রেডিও সিনেমার শুটিংয়ের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, '৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি কীভাবে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং প্রভাব ফেলে সেটা অনেকেই জানেন। জাতি হিসেবে আমরা কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি। একটি গ্রামে ঐতিহাসিক সেই ৭ মার্চের ভাষণ শোনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প।'

তিনি আরও বলেন, 'সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে অনেক প্রশংসা করেছেন। যা আমার জন্য অসম্ভব ভালো লাগার একটা বিষয়।'

Comments

The Daily Star  | English
RMG export to EU rises

Garment export to US falls 9.16% in Jan-Aug

Data released from the Office of Textiles and Apparel (OTEXA) showed the fall

2h ago