টিভি ও সিনেমা

‘অভিনয়ের প্রতি ভালোবাসা সুদীর্ঘকালের’

আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের জন্য একটি নাটক পরিচালনা করবেন প্রীতি দত্ত। এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান।
দিলারা জামান। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান এখনো প্রতি মাসে ১ বা ২টি নাটক করেন। সেই ধারাবাহিকতায় চলতি মাসেও ২টি নাটকে অভিনয় করবেন তিনি।

আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের জন্য একটি নাটক পরিচালনা করবেন প্রীতি দত্ত। এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান।

দিলারা জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভাষা দিবসের নাটকের গল্পটা ভালো। সত্যি কথা বলতে ভাষা দিবসের নাটকে অভিনয় করতে এক ধরনের আবেগ কাজ করে। এই আবেগের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না।'

এদিকে ভাষা দিবসের নাটক ছাড়াও রাফসান সানীর পরিচালনায় আরও ১টি নাটকের শুটিং করবেন আগামী সপ্তাহে। এই নাটকটির নাম 'দলিল'। শুটিং হবে পূবাইলে।

দিলারা জামান বলেন, 'দলিল নাটকের গল্পে ভিন্নতা আছে। গল্প ও চরিত্র ২টিই অন্যরকম। সত্যি কথা বলতে এই সময়ে এসে এভাবেই একটু হলেও অভিনয়ের সঙ্গে থাকতে চাই। কেননা, অভিনয়ের প্রতি ভালোবাসাটা সুদীর্ঘকালের। ৫০ বছর পেরিয়ে গেছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মাসের বেশিরভাগ সময় কাটে ঘরে। শুটিং থাকলে করি। আর না থাকলে ঘরে থাকি। সবার দোয়ায় এখনো সুস্থ আছি, এটাই কম কী?'

সবশেষে দিলারা জামান বলেন, 'সুস্থ থেকে অভিনয় করতে চাই। সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই।'

Comments