‘এ বছর ওয়েবসিরিজ ও সিনেমায় আমাকে পাবেন’
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী নতুন বছরে নতুন ওয়েবসিরিজের শুটিং শুরু করেছেন আজ মঙ্গলবার।
দুই বাংলার দর্শকপ্রিয় এই অভিনেতা খুলনার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ করে ঢাকায় ফিরবেন।
দ্য ডেইলি স্টারকে চঞ্চল চৌধুরী বলেন, 'নতুন বছরে শুটিং শুরু করছি। সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চেয়েছি। শিল্পী হিসেবে সবসময় চেয়ে আসছি ভালো কাজ করব।
নতুন ওয়েবসিরিজে গল্প ও চরিত্রে দর্শক ভিন্নতা পাবে বলে জানান তিনি।
তবে, সিরিজের নাম ও পরিচালকের নাম প্রকাশ করেননি তিনি।
চঞ্চল চৌধুরী বলেন, 'কাজটি ভালো মতো শেষ হোক এটাই চাইছি আপাতত।'
২০২৪ সালে চঞ্চল চৌধুরীর তিনটি সিনেমায় অভিনয় করার সম্ভাবনা আছে।
রেদোয়ান রনির 'দম' সিনেমার শুটিং করবেন চলতি বছরের মাঝামাঝিতে। তামিম নূরের একটি সিনেমা করার কথা আছে, যেটির শুটিং হবে এ বছরই। এছাড়া একটি ভারতীয় বাংলা সিনেমা নিয়েও কথা চলছে।
চঞ্চল চৌধুরী বলেন, 'সবকিছু ঠিক থাকলে আশা করছি এ বছর তিনটি সিনেমা করব। সিনেমা ও ওয়েবসিরিজে দর্শকরা আমাকে পাবেন। ঈদের জন্য কিছু নাটকেও অভিনয় করব। এভাবেই বছরটি কাটবে শুটিং করে।'
রেদোয়ান রনির 'দম' সিনেমাটি সম্পর্কে তিনি বলেন, 'সিনেমার গল্পটা আমাকে আকৃষ্ট করেছে। নিশ্চয়ই দর্শকদেরও মন কাড়বে। ভালো কিছু হবে এটুকু বলতে পারি।'
অপর এক প্রশ্নের জবাবে মনপুরাখ্যাত এই অভিনেতা বলেন, 'কম কাজ করেও মানসম্পন্ন কাজ করার মধ্যে এক ধরনের আনন্দ আছে। এতে এক ধরনের তৃপ্তি আছে, যা একজন শিল্পীকে বহু বছর বাঁচিয়ে রাখবে।'
এদিকে চঞ্চল চৌধুরী অভিনীত এবং মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত 'লাস্ট ডিফেন্ডার অব মনোগামি' সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এটি সম্পর্কে তিনি বলেন, 'ফারুকী ভাইয়ের সিনেমা মানেই চমৎকার গল্প। নতুন গল্প তো বটেই। মনোগামি নিয়ে আমি আশাবাদী।'
'ফারুকী ভাই কাজটি যত্ন নিয়ে করেছেন। আমরাও যত্ন নিয়ে অভিনয় করেছি,' যোগ করেন চঞ্চল চৌধুরী।
দেশের সীমানা ছাড়িয়ে কলকাতায়ও যথেষ্ট জনপ্রিয় চঞ্চল চৌধুরী। ইউটিউবে নাটক প্রচার ও ওয়েবসিরিজের কল্যাণেই এটা হয়েছে।
এছাড়া, হাওয়া সিনেমাটি মুক্তির পর পশ্চিমবঙ্গেও যথেষ্ট সাড়া ফেলে সিনেমাটি। এর ধারাবাহিকতায় কলকাতায় নতুন সিনেমা 'পদাতিক' মুক্তি পাবে চলতি বছর। এটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি।
চঞ্চল চৌধুরী বলেন, 'পদাতিক সিনেমাটি আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে। পদাতিক নিয়েও আমি খুবই আশাবাদী।'
Comments