ইরানের জাতীয় পুরস্কার পেল জয়া অভিনীত ‘ফেরেশতে’

জয়া আহসান। ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় পুরস্কার পেয়েছে জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা 'ফেরেশতে'।

সিনেমাটি পুরস্কার পাওয়ার পাশাপাশি 'ফেরেশতে' সিনেমার দুই অভিনয়শিল্পী জয়া আহসান ও সুমন ফারুককে 'খয়র-ই-মান্দেগার' স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

উৎসবে জয়া আহসান। ছবি: সংগৃহীত

'ফেরেশতে' চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের দেওয়া স্মারকে উল্লেখ ছিল, শিল্পের মাধ্যমে দানশীলতা দেখানো জীবনের সবচেয়ে সুন্দর চিত্র, যা কখনো কখনো মানুষকে তার নিজের প্রকৃতির মহাসাগরের গভীরে টেনে নিয়ে যায় যাতে তার অস্তিত্বের মুক্তা শিকার করতে পারে। "ফেরেশতে" চলচ্চিত্রটি ভালোবাসা এবং শিল্পের এক অসাধারণ মিশ্রণ, যেখানে আপনি প্রতিটি মুহূর্তে দয়ার উজ্জ্বল আভা দেখতে পাবেন। এই চিরন্তন কাজে ভূমিকা রাখার জন্য ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'জাতীয় ইচ্ছার প্রতিফলন/বহিঃপ্রকাশ' বিভাগে দাতব্য দৃষ্টিকোণ থেকে সেরা কাজের জন্য পুরস্কার প্রদান করা হচ্ছে।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

৪২তম ফজর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় 'ফেরেশতে'। চলচ্চিত্রটির ইরানি নাম 'দুরুগহায়ে যিবা'। এ সিনেমায় জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধাসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure after parliament approval

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

12h ago