ভারতে মুক্তি পাচ্ছে মিথিলার সিনেমা ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’

রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত নতুন সিনেমা 'অরণ্যর প্রাচীন প্রবাদ' মুক্তি পাচ্ছে ভারতে। সিনেমাটি পরিচালনা করেছেন দুলাল দে।

বিষয়টি নিয়ে মিথিলা দ্য ডেইলি স্টারকে বলেন, অরণ্যর প্রাচীন প্রবাদ নতুন ধরনের গল্পের একটি সিনেমা। সবসময় চেষ্টা করি নতুন নতুন গল্পে এবং ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে দেখতে। এই সিনেমায় তা অব্যাহত আছে।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ

'আশা করছি জুলাইয়ের প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি পাবে। দর্শকদের প্রতি গভীর বিশ্বাস আছে এই কাজটি নিয়ে', বলেন তিনি।

মিথিলা ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন শিলাজিত ও জিতু কমল। সহশিল্পীদের বিষয়ে মিথিলা বলেন, শিলাজিত ও জিতু কমলের সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। সবাই যার যার দিক থেকে ভালো করেছেন।

ছবি: সংগৃহীত

পরিচালক দুলাল দে সম্পর্কে মিথিলা বলেন, দুলাল দে একজন ক্রীড়া সাংবাদিক। খুব ভালো একটি সিনেমা তিনি পরিচালনা করেছেন। কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ

মিথিলা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'কাজলরেখা' বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়া সম্প্রতি তার অভিনীত 'বাজি' ওয়েব সিরিজও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh opposes‘push-in’, seeks diplomatic solution with India: Home adviser

"India has been urged not to conduct push-ins but to follow established protocols"

6m ago