এখনো স্বপ্নে দেখি রাজ্জাকের সঙ্গে শুটিং করছি: ববিতা

ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার ইতিহাসের এক অনবদ্য জুটি রাজ্জাক–ববিতা। লাইলী মজনু, বাদী থেকে বেগম, বদনাম, সোনাবউ-এর মতো অসংখ্য ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছে এ জুটি।

আজ ২৩ জানুয়ারি, রাজ্জাকের ৮৩তম জন্মদিনে প্রিয় নায়কের কথা স্মরণ করেন ববিতা। বলেন, 'তিনি (রাজ্জাক) একজন অলরাউন্ডার নায়ক ছিলেন। সব গল্পে, সব চরিত্রে তার অনবদ্য অভিনয় মানুষ মনে রেখেছে। মনে রাখবে বহু বছর।'

ববিতা জানান, 'শেষ পর্যন্ত' সিনেমায় প্রথম রাজ্জাকের বিপরীত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রাজ্জাক-পরিচালিত প্রথম চলচ্চিত্র 'অনন্ত বউ'-এও নায়িকা চরিত্রে ছিলেন তিনি।

'এই সিনেমা (অনন্ত বউ) তো এদেশে অন্যরকম ব্যবসা করে। হল থেকে নামানোই যাচ্ছিল না,' বলেন ববিতা।

এই জুটির লাইলী মজনু সিনেমাও সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিল। এই সিনেমার পর অনেকদিন তাকে 'লাইলী' ও রাজ্জাককে 'মজনু' নামে ডাকা হয়েছে বলে জানান ববিতা।

'এখনো রাজ্জাক ভাইকে প্রায়ই স্বপ্নে দেখি। দেখি আমরা দুজন শুটিং করছি,' বলেন ৭১ বছর বয়সী ববিতা।  

'তিনি আমার নায়ক ছিলেন। আজও তিনি আমার নায়ক।'

রাজ্জাকের পরিবারের সঙ্গে এখনো নিয়মিত যোগাযোগ আছে বলে জানান তিনি। এই 'পারিবারিক সম্পর্ক সারাজীবন থাকবে' বলে আশা প্রকাশ করেন এই অভিনেত্রী।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

4h ago