ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র লাইভ আপডেট ৪ ওয়েবসাইটে

জুম আর্থে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের গতিপথ।

বাংলাদেশিরা বর্ষা মৌসুমের অধিকাংশ সময়ই ঝড় মোকাবিলা করতে অভ্যস্ত। সুতরাং যেকোনো ধরনের ঝড় আমাদের কাছে আকস্মিক সংবাদ নয়।

আকুওয়েদারে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আপডেট।

যাইহোক, প্রতি কয়েক বছরে একবার আমরা কিছু 'সুপার' ঝড়কে দেশে আঘাত হানতে দেখি, যা আমাদের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। চলমান ঘূর্ণিঝড় 'সিত্রাং' এমনই এক প্রাকৃতিক দুর্যোগ।

ভেন্টুস্কাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাং।

ঝড়টি কখন বাংলাদেশ অতিক্রম করবে এবং দেশের কোন কোন এলাকায় প্রভাব ফেলবে, আপনি সে সম্পর্কে জানতে চাইতে পারেন।

উইন্ডিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তথ্য।

এজন্য আমরা রিয়েল টাইমে এ ধরনের ঝড়ের আপডেট ট্র্যাকিংয়ে সহায়তা করে এমন কয়েকটি ওয়েবসাইটের তালিকা তুলে ধরছি। সেগুলো হলো: ভেন্টুস্কাই, আকুওয়েদার, উইন্ডি এবং জুম আর্থ।

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

6h ago