বাংলাদেশ অতিক্রম করতে শুরু করেছে সিত্রাং

ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করতে শুরু করেছে। সোমবার সন্ধ্যায় দেশের উপকূলে আঘাত হানার পর থেকে এটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করে।
সিত্রাংয়ের প্রভাবে উপকূল এলাকায় প্রবাল বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে। ছবিটি কয়রার মদিনাবাগ কপোতাক্ষ নদীর পাশ থেকে তোলা। ছবি: হাবিবুর রহমান/স্টার

ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করতে শুরু করেছে। সোমবার সন্ধ্যায় দেশের উপকূলে আঘাত হানার পর থেকে এটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজরুল রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, 'ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের স্থলভাগে আছড়ে পড়েছে এবং এর কেন্দ্র বাংলাদেশের ভূখণ্ড স্পর্শ করেছে।'

বাংলাদেশ অতিক্রম করতে ঘূর্ণিঝড়টির ৫-৬ ঘণ্টা লাগবে বলে জানান তিনি।

এর আগে সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

Comments