ঘূর্ণিঝড় সিত্রাং: টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের ২ স্থানে ভাঙন

মেরিন ড্রাইভ সড়কের ২ স্থানে ৬ থেকে ৭ হাত করে অংশ ভেঙে গেছে। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ২ স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।

টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. এরফান হক চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সিত্রাংয়ের কারণে সমুদ্রের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি ছিল। এতে সোমবার রাতে জোয়ারের সময়  ঢেউয়ের প্রচণ্ড আঘাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়ার শ্মশান এলাকায় মেরিন ড্রাইভ সড়কের ২ স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। সেখানে সড়কের ৬ থেকে ৭ হাত করে অংশ ভেঙে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

'তবে সিত্রাংয়ের কারণে কোনো হতাহত হয়নি। অন্যান্য ক্ষয়ক্ষতি নির্ধারণে প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে কাজ চলছে', বলেন তিনি।

কক্সবাজার শহরের কলাতলী জিরো পয়েন্ট থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীন হলেও নির্মাণ, তদারকি ও রক্ষণাবেক্ষণ করেছে সেনাবাহিনীর প্রকৌশল কোর। নয়নাভিরাম সড়কটি দেশের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে বেশ সমাদৃত।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago