২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে। ছবি: সংগৃহীত

প্রায় সোয়া দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ।

এর আগে, ঘূর্ণিঝড় 'মিধিলি'র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে রেললাইনে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভেঙে পড়া গাছটিকে সরাতে সক্ষম হন রেলওয়ের মেরামতকারী দলের সদস্যরা। রাত সোয়া ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।'

গাছ ভেঙে পড়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে আটকা পড়েছিল।

রেললাইন স্বাভাবিক হওয়ায় পর সব ট্রেন গন্তব্যে রওনা হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার শাকির জাহান।

 

Comments

The Daily Star  | English

Remittance surges 37% in April

Migrants sent home $2.6 billion in the first 29 days of April

58m ago