বুধবারের মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের সংযোগ স্বাভাবিক হবে: বিদ্যুৎ বিভাগ

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ পড়ে অনেক জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: সোহরাব হোসেন/স্টার

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত দুদিনে দেশের অর্ধেকের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ করছে এবং আগামীকাল বুধবারের মধ্যে ৮০ শতাংশ সংযোগ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

এর মধ্যে, ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৭০২ জন গ্রাহকের সংযোগ স্বাভাবিক হয়েছে।

অর্থাৎ, এখনো ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন।

অন্যদিকে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) মোট ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ গ্রাহকের মধ্যে এখনো ১ লাখ ৪৪ হাজার ৬২৮ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন।

অর্থাৎ, দেশের মোট ১ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৬২৮ জন গ্রাহক আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন।

সরেজমিনে আরইবি এবং ওজোপাডিকোর ক্ষয়ক্ষতির তথ্য অনুযায়ী, ৩৩ কেভির ৩১১টি ফিডার, ৩৩/১১ কেভির ৪৫১ উপকেন্দ্র, ১১ কেভির ৩৮৫১ ফিডার, ১২৬৬তি বৈদ্যুতিক খুঁটি, ১১২২টি ট্রান্সফরমার এখনো ক্ষতিগ্রস্ত আছে।

বিদ্যুতের তার ছেড়া আছে ১ হাজার ৬৯৩ জায়গায় এবং মিটার ক্ষতিগ্রস্ত আছে ২৮ হাজার ৪৬৬টি।

আগামীকালের মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের সংযোগ স্বাভাবিক হবে এবং বাকি গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার বাড়ি বাড়ি গিয়ে কাজ করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

 

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

16h ago