দেশের অভ্যন্তরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
বঙ্গোপসাগর, মোখা, ঘূর্ণিঝড়, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ,
স্টার ফাইল ফটো

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত 'মোখা' অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গতকাল রাত সাড়ে ১০টা থেকে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে।

আজ শনিবার বিআইডব্লিউটিএ'র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার দ্য ডেইলি স্টারকে এ নিশ্চিত করেন।

তিনি বলেন, 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।'

একইসঙ্গে বিআইডব্লিউটিএ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব কর্মচারীর ছুটি স্থগিত করেছে এবং সব ধরনের উদ্ধারকারী নৌযান প্রস্তুত রাখতে বলেছে।

বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক আলমগীর কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ওই আদেশের পর আজ কোনো লঞ্চ ঢাকা ছাড়েনি।

Comments