জনগণের সামনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ তুলে ধরতে বলল মন্ত্রিপরিষদ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে বলেছে মন্ত্রিসভা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনির্ধারিত আলোচনায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ আসে। সেখানে প্রধানমন্ত্রী তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে মন্ত্রণালয়কে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্ত হন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিস) ইতোমধ্যে মূল্যবৃদ্ধির ব্যাপারে গণমাধ্যমের সামনে কথা বলেছেন। আজ তারা মন্ত্রিসভার সামনেও ব্যাখ্যা দিয়েছেন।
তেলের দাম কমানোর ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'তারা ইতোমধ্যে দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করেছে। কারিগরি ব্যাপার থাকায় তাদেরকে আবার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।'
Comments