জ্বালানি তেলের কমিশন বাড়ানোর দাবিতে প্রতীকী ধর্মঘটের ডাক

ছবি: স্টার

জ্বালানি তেলের কমিশন বাড়ানোর দাবিতে ৩১ আগস্ট ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোলপাম্প মালিকদের একটি সংগঠন। দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলপাম্প ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক।

তিনি বলেন, ২০১৩ সালে তেল বিক্রির কমিশন অকটেন ও পেট্রোলে ৪ দশমিক ৭৫ শতাংশ ও ডিজেলে ৩ দশমিক ২২ শতাংশ ছিল। কিন্তু গত ৫ আগস্ট দাম বাড়ানোর পরে যে কমিশন নির্ধারণ করা হয়েছে, তা যথাক্রমে ৩ দশমিক ৭৮ শতাংশ ও ২ দশমিক ৫৬ শতাংশ।

তিনি কমিশন ৭ শতাংশ করার দাবি করেন।

 

Comments