বিদ্যুৎ বিপর্যয়

ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন পিজিসিবির ৬ সদস্য

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) এর ৬ সদস্যের একটি তদন্ত কমিটি।
ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্র
ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) এর ৬ সদস্যের একটি তদন্ত কমিটি।

আজ বুধবার দুপুর ১২টার দিকে পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে তদন্ত দল ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুম পরিদর্শন করেন।

প্রায় ৩ ঘণ্টা বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরীক্ষা নিরীক্ষা শেষে বিকাল সাড়ে ৩টায় সেখান থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন তারা।

তদন্ত কমিটির প্রধান পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার কন্টোলরুম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা শেষে কী কারণে বিপর্যয় দেখা দিয়েছে তা জানা যাবে। তবে, নরসিংদীতে তেমন কোনো সমস্যা আমাদের কাছে ধরা পড়েনি।

ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শনে পিজিসিবির নির্বাহী পরিচালকের সঙ্গে পিজিসিবির পরামর্শক শামছুর জোহা, নির্বাহী প্রকৌশলী আরেফিন সিদ্দিক ও সাইদুল ইসলামসহ তদন্ত কমিটির ৬ সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঘোড়াশালে ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন মঙ্গলবার দুপুর ২টা থেকে বন্ধ আছে। যা এখনো চালু হয়নি। তবে ইউনিটটি চালু করতে কাজ চলছে বলে জানান ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।

Comments