কারিগরি ত্রুটিতে চট্টগ্রাম ও কক্সবাজারে বিদ্যুৎ বিপর্যয়

সন্ধ্যা ৬টার পর থেকে গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক আছে।
প্রতীকী ছবি

চট্টগ্রামের শিকলবাহায় কারিগরি ত্রুটির কারণে জাতীয় সঞ্চালন লাইনে (গ্রিডলাইনে) বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। 

গ্রিডলাইনে বিপর্যয়ের কারণে চট্টগ্রাম মহানগরীতে ও কক্সবাজার জেলায় আজ রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যা ৬টার পর থেকে গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক আছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'বিকেল ৫টার দিকে চট্টগ্রামের শিকলবাহা ১৩২ কেভি সঞ্চালন লাইনে ট্রিপ করায় এই বিপর্যয় ঘটে। এতে চট্টগ্রাম মহানগরী ও কক্সবাজার জেলায় বিদ্যুৎ সরবরাহ ১ ঘণ্টা বন্ধ ছিল।'

শিকলবাহায় প্রকৌশলীরা কাজ করে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।

এর আগে, বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণে গত ১৫ এপ্রিল বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল চট্টগ্রামের বিভিন্ন এলাকা। বেশ কিছু এলাকা ২ ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সেদিন।

Comments