বন বিভাগের অফিসে আবারও দেখা গেল বাঘ

‘কিছুক্ষণ পর বাঘটি বনের দিকে চলে যায়।’
বন বিভাগের কার্যালয়ের সামনে আবারও বাঘ দেখা গেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের কার্যালয়ের সামনে আবারও বাঘ দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য অফিসের মোস্তাক আহমেদ নামের একজন বনরক্ষী বাঘটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে বাঘটিকে ব্যারাকের সামনে ঘুরে বেড়াতে দেখা যায়। পরে মানুষের উপস্থিতি টের পেয়ে বাঘটি বনের দিকে চলে যায়।

বনরক্ষী মোস্তাক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, '৭ আগস্ট রাতে অন্যদিনের মতো ডিউটি শেষে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে আছে। হঠাৎ বাঘ দেখে চমকে উঠেছিলেন। মোবাইল দিয়ে ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও করি। কিছুক্ষণ পর বাঘটি বনের দিকে চলে যায়।'

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হোসেন ডেইলি স্টারকে বলেন, 'এর আগেও ওই এলাকায় ৩টি বাঘ দেখা গেছে। তার মধ্যে একটি শাবক ও দুটি প্রাপ্তবয়স্ক। অভয়ারণ্য এলাকায় সবার প্রবেশ নিষিদ্ধ হওয়ায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। সেই কারণেই বাঘ দেখা যাচ্ছে । তবে আমরা তাদের সতর্ক থাকতে বলেছি। এ ছাড়া বনেও বাঘ বেড়েছে।'

বাঘের খাবার কমেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'হরিণও আগের চেয়ে অনেক বেড়েছে। তাই খাবার কমেনি।'

মঙ্গলবার বাঘটি দেখা গেলেও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি সামনে আসে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চন্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় ৩টি বাঘ দেখা যায়। বনরক্ষীরা অফিস এলাকায় ওই ৩ বাঘকে ২৪ ঘণ্টা ঘুরে বেড়াতে দেখেছে।

Comments