বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অসুস্থ বাঘটি মারা গেছে

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রায় দেড় মাস ধরে অসুস্থ বাঘটি বুধবার সকালে মারা গেছে।
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রায় দেড় মাস ধরে অসুস্থ বাঘটি বুধবার সকালে মারা গেছে।

পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

এটি একটি বাঘিনী এবং এর বয়স হয়েছিল ১৪ বছর।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, 'বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগে অসুস্থ বাঘের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এবং গুরুত্ব দিয়ে এর চিকিৎসা চলেছে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বাঘের স্বাস্থ্যের অবস্থা ক্রমান্বয়ে সংকটাপন্ন হয়। বিশেষজ্ঞ চিকিৎসক বাঘটির চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত এটিকে বাঁচানো যায়নি।'

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েকটি বাঘের সঙ্গে এই বাঘটিকে আনা হয়েছিল পার্কে। গত ৬ ফেব্রুয়ারি থেকে এটি গুরুতর অসুস্থ হয়ে যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এর চিকিৎসা করা হচ্ছিল। পরবর্তী এক সপ্তাহ বাঘটি অল্প অল্প খাবার খাওয়া শুরু করলেও ৭ মার্চ থেকে আবারও খাওয়া বন্ধ করে দেয়। বুধবার সকালের দিকে বাঘটির দুর্বল হয়ে পড়লে তার মৃত্যু হয়।

বাঘের মরদেহের ময়নতদন্ত শেষে এর বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে দেশের বেশ কয়েকটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের মৃত্যুর বিষয়ে পার্ক কর্তৃপক্ষ সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

Comments