সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযানে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’

সমুদ্র জয়
কক্সবাজারের সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযানে বানৌজা সমুদ্র জয় আজ শনিবার দিনব্যাপী বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের নির্দেশে বানৌজা সমুদ্র জয় আজ শনিবার দিনব্যাপী বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে।

এসময় চিকিৎসা ক্যাম্পেইনে পাঁচ শতাধিক মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত হওয়ায় এ দ্বীপে স্থায়ীভাবে বসবাসরত প্রায় সাড়ে ৭ হাজার নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা অপ্রতুল। এছাড়া পর্যটকদের ব্যাপক আগমনের কারণে স্বাস্থ্যসেবার চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমে জাহাজের প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকদের সমন্বয়ে ১৫০ জন নৌসদস্য অংশ নেন।

নৌসদস্যরা জানান, স্থানীয় ও পর্যটকদের অসচেতনতার কারণে যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য দ্বীপটির সৌন্দর্য্য ও জীববৈচিত্র্য ব্যাহত করছে। এ কার্যক্রমের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করেন তারা।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago