কাল থেকে কমতে পারে বৃষ্টি

আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে, এরপর ২০ আগস্ট থেকে আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কাল থেকে কমতে পারে বৃষ্টি
ছবি: আরাফাত রহমান/স্টার

আজ বিকেলে ঢাকা ও আশেপাশের কিছু এলাকায় বৃষ্টির পর আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

আগামী ১৮ আগস্ট পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমে যাবে, এরপর ২০ আগস্ট থেকে আবারও বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, 'আজকে মূলত ঢাকা ও আশেপাশের কিছু এলাকায় এবং রংপুরে বৃষ্টি হচ্ছে। তবে ঢাকায় যে বৃষ্টিপাত হচ্ছে সেটার পরিমাণ খুব বেশি নয়। ঢাকায় আজ এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।'

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগের চেয়ে বৃষ্টি কম হবে বলেও জানান তিনি।

ছবি: রাশেদ সুমন/স্টার

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পাশাপাশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

2h ago