২৪ ঘণ্টায় শনাক্ত ১.৭২ শতাংশ, মৃত্যু নেই

করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৭২ শতাংশ। তবে, গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ১.৭৯ শতাংশ এবং রোববার শনাক্তের হার ছিল ১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩৫ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ৫ জন রাজশাহী বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ২৫৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জন।

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

1h ago