ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৪

ডেঙ্গুতে মৃত্যু
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। একই সময়ে আরও ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২১ জন মারা গেলেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে ৫০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৯ জন ঢাকার বাইরের। 

এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে ৭৩৫ জন ঢাকার বাইরের। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

বিশেষজ্ঞরা এডিস মশার লার্ভা শনাক্তে ব্যাপক অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন

Comments

The Daily Star  | English
wheat production decline in bangladesh

With acreage and output falling, is there any prospect for wheat in Bangladesh?

Falling wheat acreage raises questions about food security amid climate change

16h ago