সাজেকে আক্রান্ত মেয়ে-জামাইকে দেখতে এসে ডায়রিয়ায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

এ নিয়ে ১০ দিনের ব্যবধানে এখানে ডায়রিয়ায় আক্রান্ত ৪ জনের মৃত্যু হলো।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাহন ত্রিপুরা (৫৫) ও মেলাতি ত্রিপুরা (৫০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।

তারা একই ইউনিয়নের বেটলিং পাড়ার বাসিন্দা। লংথিয়ান পাড়ায় এই দম্পতি ডায়রিয়ায় আক্রান্ত মেয়ে-জামাইকে দেখতে এসেছিলেন। শুক্রবার রাত ৩টার দিকে মেয়ের বাড়িতেই তারা মারা যান।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা দ্য ডেইলি স্টারকে এই দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ জুন একই গ্রামের আরও ২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারান।

এ নিয়ে ১০ দিনের ব্যবধানে এখানে ডায়রিয়ায় আক্রান্ত ৪ জনের মৃত্যু হলো।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা বলছেন, বর্তমানে  লংথিয়ান পাড়া ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী আছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সাজেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জোপুইথাং ত্রিপুরা।

এই জনপ্রতিনিধির ধারণা, ছড়ার পানি থেকে এই রোগ ছড়িয়েছে। ২০১৬ সালে এখানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬ জন মারা গিয়েছিলেন। সে সময় সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে চিকিৎসাসেবা দেওয়া হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, ৭ জুনের পর লংথিয়ান পাড়া এলাকায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম পাঠানো হয়েছিল। তারা সেখান থেকে ফেরার পর আবার ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

ইউএনও বলেন, 'আক্রান্ত এলাকায় ওষুধপত্রসহ নতুন একটি টিম পাঠানের জন্য আমরা যোগাযোগ করছি।'

Comments