চিনির বাজার ঊর্ধ্বমুখী

ব্যবসায়ীরা সুযোগ নিয়েই থাকে—দাম বাড়বে, আগেই শুরু করে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি। এত বিশাল মার্কেট, এত ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ছড়ানো-ছিটানো, নিয়ন্ত্রণ করাও...
বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বাজারে চিনির দাম ঊর্ধ্বমুখী হওয়ার জন্য ব্যবসায়ীদের দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, 'ব্যবসায়ীরা তো সুযোগ নিয়েই থাকে। আগামীতে (দাম) বাড়বে, তারা আগে থেকেই শুরু করে।'

আজ রোববার দুপুরে জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন সংক্রান্ত সভা শেষে তিনি এই কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'আমরা সম্প্রতি লক্ষ করছি চিনির দামটা ঊর্ধ্বমুখী। আমরা একবার মনে করেছিলাম চিনি দাম ৫ টাকা কমাবো। পরবর্তী পর্যায়ে হিসাব করে দেখা গেছে ৩ টাকা ৫৬ পয়সা কমানো যায়। যখন এই আলোচনা চলছে তখন চিনির দাম আবারও বেড়েছে আর এখন সামনে ঈদ আসছে, মানুষের চাহিদা বেড়েছে।'

'সারা পৃথিবীজুড়েই যে দাম বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। যখন আমরা সব ঠিকঠাক করি...গত ১৫ দিনে বিশ্ববাজারে দাম আরও ১০০ ডলার বেড়ে গেছে। বর্ধিত মূল্যের চিনি বাংলাদেশে ঢোকেনি এখনো কিন্তু আপনারা জানেন, ব্যবসায়ীরা তো সুযোগ নিয়েই থাকে। আগামীতে (দাম) বাড়বে, তারা আগে থেকেই শুরু করে। ঈদের সময় সেমাই আছে, চিনির ওপর প্রভাব পড়েছে, হঠাৎ করে চাওয়াটাও বেড়ে গেছে। সেই জন্য দাম বেড়েছে,' বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, 'আমরা চেষ্টা করছি। এত বিশাল মার্কেট, এত ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ছড়ানো-ছিটানো, নিয়ন্ত্রণ করাও তো খুব মুশকিল! তবে চেষ্টা চালানো হচ্ছে যতদূর পারা যায়।'

Comments