রোগীর সঙ্গে প্রতারণা, চমেক থেকে ৪ দালাল আটক

রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ৪ দালালকে আটক করেছে পুলিশ।
চমেক হাসপাতাল
চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ৪ দালালকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন-মোরশেদ আলম বাবু (৪১), মো. জিসান (২৪), মো. ফরহাদ (৩৪) ও মো. জুয়েল (২৩)।

পুলিশ জানায়, আটককৃতরা হাসপাতালের সামনে বিভিন্ন ওষুধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারের দালাল বলে জানা গেছে। 

পুলিশ কর্মকর্তা নুরুল আলম জানান, আটককৃতরা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারে রোগ পরীক্ষার জন্য নিয়ে যেত এবং রোগীদের কাছ থেকে পরীক্ষা বাবদ বেশি ফি আদায় করত। 

তিনি বলেন, 'এই দালালরা সহজ-সরল রোগীদের প্ররোচিত করে নির্ধারিত ওষুধের দোকান থেকে বেশি দামে ওষুধ কেনাতেন।'

আটকের পর ওই ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments