চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ জসিম উদ্দিন

গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।   
অধ্যাপক ডা. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জসিম উদ্দিন আজ বৃহস্পতিবার চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন।

এর আগে গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।   

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে গত ২০ ও ২১ আগস্ট চমেকের শিক্ষার্থীরা কলেজ একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করে। গাইনোকোলজি ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আক্তারকে ২০২১ সালের ২০ জানুয়ারি চমেক অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

The Daily Star-IPDC unsung women nation builders award-2023: Hats off to grassroots women trailblazers

Five grassroots women were honoured at the seventh edition of the Unsung Women Nation Builders Award-2023 yesterday evening for their resilience and dedication that empowered themselves and brought about meaningful changes in society.

25m ago