হঠাৎ ইউক্রেন সফরে বাইডেন

ইউক্রেনে আগ্রাসন, কিয়েভ, ইউক্রেন, ভলোদিমির জেলেনস্কি, জো বাইডেন,
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০ ফেব্রুয়ারি, ২০২৩। ছবি: রয়টার্স

কোনো ঘোষণা ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার কিয়েভ সফর করেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রতিশ্রুতি দিয়েছেন, যতদিন সময় লাগবে ওয়াশিংটন ইউক্রেনের পাশে থাকবে।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স বলছে, বাইডেনের কিয়েভ সফরের সময় ইউক্রেনের রাজধানী জুড়ে সাইরেন বাজানো হয়ে। যদিও রাশিয়ার ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার কোনো খবর পাওয়া যায়নি।

জেলেনস্কি বলেন, 'আপনার সফর সব ইউক্রেনীয়দের প্রতি সমর্থনের গুরুত্বপূর্ণ নমুনা।'

জেলেনস্কি ও বাইডেন এই সফরে দূরপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের জন্য আর্টিলারি গোলাবারুদ, অ্যান্টি-আর্মার সিস্টেম এবং এয়ার সার্ভিলেন্স রাডারসহ সামরিক সহায়তার ঘোষণা দিবেন।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

39m ago