পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দেবে চীনা ব্যাংক
পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বুধবার জানিয়েছেন, চীনা ডেভলপমেন্ট ব্যাংক পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। ইতোমধ্যে ব্যাংকের বোর্ড এই ঋণের অনুমোদন দিয়েছে।
আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির অর্থমন্ত্রী টুইট করেন, চলতি সপ্তাহে স্টেট ব্যাংক অব পাকিস্তান এ ঋণ পাবে বলে আশা করা হচ্ছে, এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।
Formalities completed and Board of China Development Bank has approved the facility of US $ 700 million for Pakistan. This amount is expected to be received this week by State Bank of Pakistan which will shore up its forex reserves!
— Ishaq Dar (@MIshaqDar50) February 22, 2023
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, চীন ইতোমধ্যে পাকিস্তানকে যেসব সুবিধা দিয়েছে, তার পাশাপাশি এই ঋণ দেওয়া হচ্ছে।
চীনা ব্যাংক থেকে বাণিজ্যিক ঋণ পুনঃঅর্থায়নের বিষয়ে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, তারা আশাবাদী চীনের সব ঋণ শিগগিরই পুনঃঅর্থায়ন করা হবে।
সরকারি সূত্রে জানা গেছে, ৫০০ মিলিয়ন ডলার ও ৮০০ মিলিয়ন ডলারসহ আরও দুটি বাণিজ্যিক ঋণ পুনঃঅর্থায়ন করা হবে বলে আশা করা হচ্ছে। সুতরাং সামগ্রিকভাবে, পাকিস্তান ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে ২ বিলিয়ন ডলার পর্যন্ত চীনা ঋণ পুনঃঅর্থায়নের দিকে নজর রাখছে।
Comments