গ্রিসে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২৬, আহত ৮৫

যাত্রীবাহী ট্রেনের সঙ্গে গ্রিসের লারিসা শহরের বাইরে একটি মালবাহী ট্রেনের ধাক্কা লাগে
গ্রিসে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২৬, আহত ৮৫
যাত্রীবাহী ট্রেনের সঙ্গে গ্রিসের লারিসা শহরের বাইরে একটি মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। ছবি: রয়টার্স

গ্রিসে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত ও কমপক্ষে ৮৫ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে।

থেসালি অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে গ্রিসের লারিসা শহরের বাইরে একটি মালবাহী ট্রেনের ধাক্কা লাগে।

গভর্নর কনস্টান্টিনোস আগোরাস্তোস এসকেএআই টিভিকে বলেন, 'সংঘর্ষটি খুব শক্তিশালী ছিল, যাত্রীবাহী ট্রেনের প্রথম ৪টি বগি লাইনচ্যুত হয়।'

আগোরাস্টোস বলেন, সংঘর্ষের পর প্রথম ২টি বগিতে আগুন লেগে গেলে তা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

প্রায় ২৫০ জন যাত্রীকে বাসে করে নিরাপদে থেসালোনিকিতে নিয়ে যাওয়া হয়।

একজন যাত্রী রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইআরটি-কে বলেছেন, তিনি তার স্যুটকেস নিয়ে ট্রেনের জানালা ভেঙে বের হতে সক্ষম হন।

উদ্ধার হওয়া এক যুবক এসকেএআই টিভিকে বলেন, 'ট্রেনে সবাই আতঙ্কে ছিলেন। লোকজন চিৎকার করছিলেন।'

বুধবার ভোরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইআরটির ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা আশেপাশের মাঠে জীবিতদের খোঁজ করছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। কার্গো ট্রেনটি থেসালোনিকি থেকে লারিসা যাচ্ছিল।

Comments

The Daily Star  | English

Ex-land minister Narayon Chandra Chanda arrested

Former Land Minister Narayon Chandra Chanda was arrested from Jhenaidah today as he attempted to flee India crossing the border illegally

18m ago