সেনাপ্রধান আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করছেন: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, ইমরান খান, পাকিস্তান,
ইমরান খান। রয়টার্স ফাইল ফটো

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি মনে করেন- সেনাবাহিনী প্রধান আসিম মুনির তার সঙ্গে শত্রুর মতো আচরণ করছেন।

আজ শুক্রবার ইমরান খান এ মন্তব্য করেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

ইসলামাবাদ থেকে ফেরার কয়েকদিন পর লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই প্রধান বলেন, 'রাজনীতি কী তা বোঝে না প্রশাসন।'

তিনি আরও বলেন, 'প্রশাসনের সঙ্গে তার কোনো লড়াই নেই। তিনি দেশের উন্নতিতে প্রশাসনের সঙ্গে বলতে ইচ্ছুক তিনি।'

ইমরান বলেন, 'কেউ যদি মনে করে আমি তাদের সামনে হাঁটু গেড়ে বসব, তাহলে তা হতে পারে না। কেউ কথা বলতে আগ্রহী না হলে আমি সহায়তা করতে পারব না।'

তার বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রসঙ্গে তিনি বলেন, 'আমার স্ত্রী এবং আমার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো প্রমাণিত হয়নি। যদি সেনাপ্রধান আমার সততা নিয়ে এত সন্দেহ করেন তাহলে তার উচিত ব্যক্তিগতভাবে যাচাই করা। তাহলে তিনি জানতে পারবেন, আমি সত্যিই কোনো দুর্নীতি করিনি এবং নির্দোষ।'

ইমরান খান আরও বলেন, 'দেশের সেনাবাহিনী শক্তিশালী হওয়া খুবই গুরুত্বপূর্ণ।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

17h ago