৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

ইমরান খানের জামিন
ইমরান খান। ছবি: রয়টার্স ফাইল ফটো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানকে ৮ মামলায় জামিন দিয়েছে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত।

আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

এসব মামলার মধ্যে আদালত প্রাঙ্গণে সহিংসতার মামলাও আছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আদালত আগামী ৮ জুন পর্যন্ত ইমরানের জামিন মঞ্জুর করেছে।

এতে আরও বলা হয়, আল-কাদির ট্রাস্ট মামলায় আজ ইমরান খান দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোয় (এনএবি) হাজিরা দিতে পারেন।

এর আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে গ্রেপ্তারের সম্ভাবনা আছে '৮০ শতাংশ'।

গতরাতে টুইটারে ইমরান তার সমর্থকদের উদ্দেশে বলেন, তাকে আবারো গ্রেপ্তার করা হলে তারা যেন শান্তিপূর্ণ অবস্থায় থাকেন।

তিনি বলেন, 'আপনাদের শান্তিপূর্ণ অবস্থায় থাকার অনুরোধ করছি। আপনারা ক্ষিপ্ত হলে তারা আপনাদের দমন করার সুযোগ পাবে। আমরা সবসময় শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাব।'

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

36m ago