রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে ইরান

রাশিয়া ইরান জ্বালানি সহযোগিতা
এহসান খানদোওজি। ছবি: টুইটার থেকে নেওয়া

জ্বালানি খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে কাজ করছে ইরান। মস্কোর সঙ্গে পরমাণু ও নবায়নযোগ্য জ্বালানিতেও সহযোগিতা চায় মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।

আজ বুধবার রুশ সংবাদ সংস্থা আরটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ইরানের অর্থমন্ত্রী এহসান খানদোওজি জানিয়েছেন যে পশ্চিমের দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষতি পুষিয়ে নিতে ইরান বন্ধুপ্রতীম রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী।

অর্থমন্ত্রী এহসান রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নোভোস্তিকে বলেন, 'শান্তিপূর্ণ পরমাণু শক্তিসহ "নতুন জ্বালানি" ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার পাশাপাশি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা আছে।'

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের বুশেহর পরমাণু শক্তি কেন্দ্রে রাশিয়া দ্বিতীয় রিঅ্যাকটর বসানোর কাজ করছে।

'এখন পর্যন্ত এটিই ২ দেশের সবচেয়ে বড় যৌথ প্রকল্প' উল্লেখ করে এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় প্রথম রিঅ্যাকটরের কাজ হয়েছে। এর মাধ্যমে ২০১১ সাল থেকে ইরানের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এ ছাড়াও, তৃতীয় রিঅ্যাকটর নির্মাণের জন্য ২ দেশের চুক্তি হয়েছে।

প্রতিবেদন অনুসারে, পশ্চিমের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ও ইরান জ্বালানি ও বাণিজ্যিক ক্রমাগত সহযোগিতা বাড়িয়ে চলছে।

Comments

The Daily Star  | English

US issues 'worldwide caution' for Americans over Mideast conflict

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago