যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শুক্রবার গভীর রাতে টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জনের মৃত্যু
ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন। ২৪ মার্চ, ২০২৩। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শুক্রবার গভীর রাতে টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এক টুইটবার্তায় জানিয়েছে- পশ্চিম মিসিসিপিতে ২০০ মানুষের শহর সিলভার সিটিতে ঝড়ের পর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। এ ঘটনায় ৪ জন নিখোঁজ আছেন।

তারা আরও জানিয়েছে, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। মিসিসিপির গভর্নর টেট রিভস মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন।

টুইটারে রিভস লিখেছেন, আমরা জানি আরও অনেকে আহত হয়েছেন। অনুসন্ধান ও উদ্ধারকারী দল এখনো কাজ করছে।

সিএনএন জানিয়েছে, টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৭০০ মানুষের শহর রোলিং ফোর্কেও অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

রোলিং ফোর্কের মেয়র এলড্রিজ ওয়াকার সিএনএনকে বলেন, আমার শহরেও ঝড় আঘাতে হেনেছে। কিন্তু, এখানের অবস্থা স্থিতিশীল।

টেলিভিশনের প্রচারিত খবরে দেখা গেছে, গাছ উপড়ে পড়েছে, ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং মোটরযান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না।

Comments