জাপান সাগরে রাশিয়ার সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা
রাশিয়ার নৌবাহিনী দেশটির পূর্বাঞ্চলে জাপান সাগরে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
আজ মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রুশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের ২ রণতরী থেকে ২টি মস্কিট সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তা সফলভাবে ১০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাফ অ্যাকাউন্টে বলা হয়, মধ্যমপাল্লার পি-২৭০ মস্কিট সুপারসনিক ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।
এতে আরও বলা হয়, জাপান সাগরের পিটার দ্য গ্রেট উপসাগরে আজ মহড়া হয়েছে।
গত সপ্তাহে জাপান সাগরের ওপর দিয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান উড়ে যাওয়ার পর দেশটির নৌবাহিনী এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওশিমাসা হায়াশি বলেন, মস্কোর সামরিক কর্মসূচি জাপান সতর্ক অবস্থানে থেকে পর্যবেক্ষণ করছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি জানান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিয়মিত সংবাদ সম্মেলনে জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'রাশিয়ার পশ্চিম সীমান্তে ইউক্রেনে আগ্রাসন চালানোর পাশাপাশি দূর প্রাচ্যে রুশ সেনাদের তৎপরতা বেড়েছে। বিশেষ করে, জাপানের জলসীমার আশেপাশে।
এ বিষয়ে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
Comments