উত্তর কোরিয়ার আরও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ছবি: রয়টার্স ফাইল ফটো

উত্তর কোরিয়া জাপান সাগরে আরও ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

আজ রোববার সকালে উত্তর কোরিয়া ২টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস।

জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২ সপ্তাহে উত্তর কোরিয়া সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।

জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে—ক্ষেপণাস্ত্র ২টি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে সাগরে পড়েছে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ২টি ১০০ কিলোমিটার ওপর দিয়ে ৩৫০ কিলোমিটার দূরে পড়েছে।

প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় ভোররাত ১টা ৪৭ মিনিটে ও দ্বিতীয়টি এর ৬ মিনিট পর ছোড়া হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে তোশিরো ইনো বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রগুলোর ধরন নিয়ে পর্যালোচনা করছে।

'অল্প সময়ের মধ্যে এটি সপ্তম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। উত্তর কোরিয়া উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। দেশটির এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাপানের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি,' যোগ করেন প্রতিমন্ত্রী ইনো।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংবাদ নিশ্চিত করে জানায়, ক্ষেপণাস্ত্র ২টি স্বল্পমাত্রার ছিল। সেগুলো উত্তর কোরিয়ার গ্যাংওন প্রদেশ থেকে ছোড়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Judicial inquiry ordered into attack on Nur

No force can prevent the national election, scheduled for early February, says CA's press secretary

3h ago