‘ইরানের তৈরি’ ১৪ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

ইরানি ড্রোন
কিয়েভে রাশিয়ার পাঠানো ড্রোনের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

রাশিয়ার ছোড়া ১৪টি 'ইরানি' ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের তৈরি ১৫টি 'শাহেদ' ড্রোন রাশিয়া থেকে ছোড়া হয়। গতরাতে সেগুলো কিয়েভের আকাশে ঢুকে পড়ে।

ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল বার্তা সংস্থা রয়টার্স জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো কিয়েভের কাছে ভূপাতিত করা হয়।

এতে আরও বলা হয়, ড্রোনগুলোর ধ্বংসাবশেষ একটি অনাবাসিক অঞ্চলে পড়ে এবং সেখানে আগুন ধরে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহিয়ে পপকো গণমাধ্যমকে বলেন, রাশিয়া কিয়েভের দিকে ১২টি ড্রোন ছোড়ে। কিন্তু, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী সেগুলোকে চিহ্নিত ও ধ্বংস করে দেয়।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, গতরাতে রাশিয়া ইরানের তৈরি ১৫টি 'শাহেদ' ড্রোন ইউক্রেনের দিকে পাঠায়। এগুলোর মধ্যে ১৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago