মেক্সিকোয় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

তামাউলিপাস অঙ্গরাজ্যের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার কাছাকাছি জায়গায় এই ২ পরিবহনের সংঘর্ষে আগুন লেগে যায়।
ঘটনাস্থলে উপস্থিত হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স
ঘটনাস্থলে উপস্থিত হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

মেক্সিকোর উত্তরাঞ্চলের তামাউলিপাস অঙ্গরাজ্যের এক মহাসড়কে ট্রাক্টর ট্রেলারসহ একটি ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।

তামাউলিপাস অঙ্গরাজ্যের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার কাছাকাছি জায়গায় এই ২ পরিবহনের সংঘর্ষে আগুন লেগে যায়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে ট্রেলার বহনকারী ট্রাকটিকে খুঁজে পায়নি।

তামাউলিপাসের কৌসুলির কার্যালয়ের এক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত নন যে ট্রাকচালক নিজেও নিহত হয়েছেন নাকি ঘটনাস্থল থেকে পালিয়েছেন।

সূত্র আরও জানান, একটি বেসরকারি পরিবহণ প্রতিষ্ঠানের মালিকানাধীন ভ্যানের যাত্রীদের মধ্যে কয়েকজন শিশুও ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, নিহতদের সবাই মেক্সিকোর নাগরিক।

 

Comments