ওডিশায় ট্রেন দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মোদি-মমতা

ওডিশায় ট্রেন দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মোদি-মমতা
ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যের বালাশ্বরে ট্রেন দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত কোচের পাশে দাঁড়িয়েছে আছেন স্থানীয়রা। ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ওডিশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রে জানা গেছে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ওডিশায় যাবেন। এসময় তিনি বালেশ্বরের দুর্ঘটনাস্থল ও আহতদের যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই হাসপাতাল পরিদর্শন করবেন।

দ্য হিন্দু প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ দুর্ঘটনাস্থলে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে তিনি বালেশ্বরে পৌঁছবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের সঙ্গেও দেখা করবেন।

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শনিবার বালাশ্বর জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সেখানে চিকিৎসাধীন যাত্রীদের সঙ্গে দেখা করেছেন। তিনি চিকিৎসাসেবা নিয়ে চিকিৎসক ও রোগীদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতাল পরিদর্শনের পর পট্টনায়েক সাংবাদিকদের বলেন, 'এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি স্থানীয়দের ধন্যবাদ জানাতে চাই, তারা ধ্বংসস্তূপ থেকে মানুষকে বাঁচাতে কাজ করেছে।'

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কাসাবা কোরোসি ওডিশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ভারত সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, 'ভারতের ওডিশায় ট্রেন দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। হতাহতদের প্রতি আমার সমবেদনা। আমি ভারতের জনগণ ও সরকারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

ট্রেন দুর্ঘটনার বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। তিনি ট্রেন দুর্ঘটনার বিষয়ে জানতে রাজ্যের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী গুড়িভাদা অমরনাথকে আইএএস কর্মকর্তাদের একটি দলসহ দুর্ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। সিভিল সাপ্লাইস কমিশনার এইচ অরুণ কুমার আইএএস প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ওডিশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি টুইট করেন, 'ওডিশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। কেরালা এই কঠিন সময়ে ওডিশার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।'

ট্রেন দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি টুইট করেন, 'ওডিশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'

ওডিশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য একদিনের শোক ঘোষণা করেছে তামিলনাড়ু।

শনিবার রাজ্যটির মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঘোষণা করেন, তামিলনাড়ু সরকার ওডিশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য একদিনের শোক পালন করবে। আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্মশতবার্ষিকী উদযাপনের সব সরকারি অনুষ্ঠান ও জনসভা বাতিল করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, রেল দুর্ঘটনা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বৈঠকও ডেকেছেন।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Prof Yunus named among Time’s 100 Most Influential People of 2025

A tribute article on Prof Yunus was written by Hillary Clinton for the magazine

41m ago