ওডিশায় ট্রেন দুর্ঘটনা: রক্ষা পেলেন ৩ বাংলাদেশি

ওডিশার ট্রেন দুর্ঘটনা। ছবি: এএফপি

ভারতের ওডিশায় শুক্রবার রাতের ট্রেন দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন গোপালগঞ্জের এক দম্পতিসহ ৩ বাংলাদেশি।

এই ৩ জন হলেন গোপালগঞ্জের সাজ্জাদ আলী, তার স্ত্রী (যার নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি) এবং ময়মনসিংহের মিনহাজউদ্দিন।

আজ শনিবার দুর্ঘটনাস্থল থেকে কলকাতায় ফিরেছেন তারা।

দুর্ঘটনাকবলিত করমন্ডল এক্সপ্রেস পশ্চিমবঙ্গের হাওড়া থেকে চেন্নাই যাচ্ছিল। এ ট্রেনেরই একটি বগিতে ওই ৩ জন শালিমার থেকে চেন্নাই যাচ্ছিলেন। তবে তাদের কেউ হতাহত হননি।

তবে এ দুর্ঘটনায় ২ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের একজন রাজশাহীর রাসেল-উজ-জামান (২৭) এবং অন্যজন বগুড়ার হাবিবুর রহমান।

গতকাল স্থানীয় সময় ৭টায় ওডিশা রাজ্যের বালেশ্বরের কাছে বহানগা বাজারে স্যার এম বিশ্বেশ্বর টার্মিনালে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

এরপরই উল্টো দিক থেকে আসা করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেসের বগিগুলোকে আঘাত করে। এতে করমন্ডল এক্সপ্রেসের ১২টি বগি লাইনচ্যুত হয়।

লাইনচ্যুত বগিগুলোর কয়েকটি গিয়ে আঘাত করে পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে।

এ দুর্ঘটনায় অন্তত ২৮৮ জন নিহত হয়েছেন বলে জানাচ্ছে ভারতয়ি সংবাদমাধ্যমগুলো।

 

Comments

The Daily Star  | English

Yunus joins stakeholders’ dialogue on Rohingya crisis in Cox’s Bazar

The three-day conference began with the aim of engaging global stakeholders to find solutions to the prolonged Rohingya crisis

52m ago