কৃষ্ণসাগর শস্য চুক্তি নবায়ন করেনি রাশিয়া

চুক্তি নবায়নে রাশিয়া কোনো আগ্রহ না দেখানোয় চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে 'শেষ' হয়ে গেল।
রয়টার্স ফাইল ফটো

কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো থেকে নিরাপদে শস্য পরিবহণের জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে হওয়া চুক্তির সমাপ্তি হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে আজ সোমবার রুশ গণমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

চুক্তি নবায়নে রাশিয়া কোনো আগ্রহ না দেখানোয় চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে 'শেষ' হয়ে গেল।

তবে মুখপাত্র বলেছেন যে শর্ত মানা হলে মস্কো আবার চুক্তিতে ফিরে আসবে।

গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন 'কৃষ্ণসাগর শস্য চুক্তি' সই করে।

নভেম্বরে চুক্তিটি ১২০ দিনের জন্য নবায়ন করা হয়েছিল। মার্চে রাশিয়া ১২০ দিনের পরিবর্তে ৬০ দিনের জন্য শস্য রপ্তানি চুক্তিটি নবায়নের সুপারিশ করে। আজ সোমবার চুক্তির সময়সীমা শেষ হওয়ার কথা।

চুক্তি নবায়নের জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠিও লিখেছিলেন।

রাশিয়ার অভিযোগ, শিপিং ও বীমার ওপর নিষেধাজ্ঞা দেশটির খাদ্য ও সার রপ্তানিকে বাধাগ্রস্ত করেছে।

দিমিত্রি পেসকভ বলেন, 'কৃষ্ণ সাগর চুক্তি অনুযায়ী মস্কোর চাওয়া বাস্তবায়ন হলে, অবিলম্বে রাশিয়া চুক্তিতে ফিরে আসবে।'

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছিলেন যে খাদ্য ও সার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে মস্কো এই 'চুক্তি থেকে নিজেকে স্থগিত' করবে।

কৃষ্ণসাগর শস্য চুক্তির আওতায় ইউক্রেন ৩২ মিলিয়ন মেট্রিক টনের বেশি খাদ্যশস্য রপ্তানি করছে। রাশিয়ার অভিযোগ—যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য গরিব দেশগুলোয় পৌঁছাচ্ছে না। জাতিসংঘের দাবি, তারা যেসব দেশে খাদ্যশস্য পাঠাচ্ছে সেখানে খাদ্যশস্যের দাম বিশ্ববাজারের তুলনায় ২০ শতাংশ কম।

 

Comments

The Daily Star  | English
Metro now connects Uttara with Motijheel

Uttara-Motijheel Metro: 8am-8pm service not before April

Commuters may have to wait until July for service until midnight on the entire Uttara-Motijheel section, hints Metro rail authorities

45m ago