ফিলিস্তিনের সমর্থনে টুইট, মিয়া খলিফার সঙ্গে চুক্তি বাতিল করল প্লেবয়
ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংঘাতে হামাসের সমর্থনে টুইট করায় সাবেক পর্নতারকা মিয়া খলিফার সঙ্গে চুক্তি বাতিল করেছে প্লেবয় ম্যাগাজিন।
গত শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে রকেট হামলা চালানোর পর এর সমর্থনে এক্স নেটওয়ার্কে (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন মিয়া খলিফা।
If you can look at the situation in Palestine and not be on the side of Palestinians, then you are on the wrong side of apartheid and history will show that in time
— Mia K. (@miakhalifa) October 7, 2023
লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক মিয়া খলিফা শনিবার এক পোস্টে লিখেন, 'আপনি যদি ফিলিস্তিনের পরিস্থিতি দেখেন এবং ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়ান, তবে আপনি ভুল পথে আছেন, বৈষম্যের পক্ষে আপনার অবস্থান এবং সময় তা প্রকাশ করবে।'
পরে প্লেবয় অনুসারীদের প্ল্যাটফর্ম সেন্টারফোল্ড ব্যবহারকারীদের ইমেইলে জানানো হয়, প্লেবয় আর মিয়া খলিফার সঙ্গে কাজ করবে না।
এতে বলা হয়, 'আমাদের ক্রিয়েটর প্ল্যাটফর্মে মিয়া খলিফার প্লেবয় চ্যানেল মুছে ফেলা হয়েছে। মিয়া খলিফার সঙ্গে প্লেবয়ের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত আপনাদের জানানো হলো।'
মঙ্গলবার সকালে মিয়া খলিফার প্লেবয় চ্যানেল পাওয়া যায়নি বলে ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে।
Comments