ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করল জার্মানি

জার্মান কর্মকর্তা বলেছেন, ‘জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন করা বন্ধ করেছে, কারণ, এক্ষেত্রে আইনি ও রাজনৈতিক চাপ রয়েছে৷ এমন রপ্তানির মাধ্যমে জার্মানি মানবাধিকার লঙ্ঘণ করেছে বলে অভিযোগ উঠেছে৷’
জার্মান ডলফিন এআইপি সাবমেরিন অবমুক্ত করার অনুষ্ঠানে নেতানিয়াহু। ফাইল ছবি: ডয়চে ভেলে
জার্মান ডলফিন এআইপি সাবমেরিন অবমুক্ত করার অনুষ্ঠানে নেতানিয়াহু। ফাইল ছবি: ডয়চে ভেলে

ইসরায়েলকে আর নতুন করে কোনো অস্ত্র দিচ্ছে না জার্মানি।

আজ বৃহস্পতিবার রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

জার্মানির তথ্য বিশ্লেষণ ও অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন এক সূত্রের বরাত দিয়ে  এই তথ্য জানিয়েছে রয়টার্স।  সূত্রটি রয়টার্সকে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বক্তব্য জানিয়েছেন ৷

জার্মান কর্মকর্তা বলেছেন, 'জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন করা বন্ধ করেছে, কারণ, এক্ষেত্রে আইনি ও রাজনৈতিক চাপ রয়েছে৷ এমন রপ্তানির মাধ্যমে জার্মানি মানবাধিকার লঙ্ঘণ করেছে বলে অভিযোগ উঠেছে৷'

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি৷

তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর জার্মান সরকার একটি বিবৃতি প্রকাশ করেছে৷

'ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি', জানান সরকারের মুখপাত্র স্টেফান হেবেশট্রাইট।

অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের হিসেব বলছে, গতবছর ইসরায়েলে ৩২ কোটি ৬৫ লাখ ইউরোর অস্ত্র রপ্তানি অনুমোদন করেছিল জার্মানি৷ এর মধ্যে সামরিক উপকরণ ও যুদ্ধাস্ত্র রয়েছে৷ অর্থের অংকটি ২০২২ সালের তুলনায় প্রায় ১০ গুন বেশি৷

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত জার্মানি। ফাইল ছবি: রয়টার্স
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত জার্মানি। ফাইল ছবি: রয়টার্স

তবে এই বছর লাইসেন্স অনুমোদন কমেছে৷ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত মাত্র ১৪ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বলে পার্লামেন্টে জানিয়েছে মন্ত্রণালয়৷

এর মধ্যে মারণাস্ত্রে হিসেবে বিবেচিত অস্ত্র ছিল মাত্র ৩২ হাজার ৪৪৯ ইউরো মূল্যমানের।

ইসরায়েলে অস্ত্র রপ্তানির জেরে জার্মানির বিরুদ্ধে দুটি মামলা হয়েছে৷ একটি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে এবং অন্যটি বার্লিনের আদালতে৷

দ্বিতীয় মামলাটি দায়ের করেছে ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস৷

এই দুই মামলায় নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করতে যেয়ে জার্মান সরকার বলেছে, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালানোর পর ইস্যু করা কোনো লাইসেন্সের আওতায় যুদ্ধাস্ত্র রপ্তানি করা হয়নি৷ শুধুমাত্র দীর্ঘমেয়াদি যে চুক্তিগুলো আছে তার আওতায় যন্ত্রাংশ রপ্তানি করা হয়েছে৷

গাজায় ইসরায়েলের হামলায় ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷

ইউরোপজুড়ে মামলা হওয়ায় ইসরায়েলের অন্যান্য মিত্ররাও অস্ত্র রপ্তানি স্থগিত করেছে৷

চলতি মাসে যুক্তরাজ্য ইসরায়েলে অস্ত্র রপ্তানি সংক্রান্ত ৩৫০টি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করেছে৷ কারণ ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলে উদ্বেগ তৈরি হয়েছে৷

ফেব্রুয়ারি মাসে নেদারল্যান্ডসের একটি আদালত ইসরায়েলে এফ-৩৫ ফাইটার জেটের যন্ত্রাংশ রপ্তানি স্থগিত করার নির্দেশ দিয়েছিল৷

রয়টার্স

Comments

The Daily Star  | English

Yunus to leave for NY on Sept 24

Chief Adviser Prof Muhammad Yunus is set to leave Dhaka for New York to attend the 79th United Nations General Assembly (UNGA) on September 24.

1h ago