আলোচনায় বসতে তৈরি জানিয়ে পুতিন বললেন, ‘ট্রাম্প সাহসী, আসল পুরুষ’

২০১৯ সালের জি২০ সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প-পুতিন। ফাইল ছবি: রয়টার্স
২০১৯ সালের জি২০ সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প-পুতিন। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সাহসিকতার প্রশংসা করে বলেছেন, তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত মস্কো।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স ও এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে একটি আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় পুতিন বলেন, 'যখন তার ওপর আক্রমণ হলো, তখন তিনি যে সাহসিকতা দেখিয়েছেন তা আমাকে মুগ্ধ করেছে।'

সাহসিকতার জন্য ট্রাম্পকে 'আসল পুরুষ' হিসেবেও অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট।

২০১৯ সালের জি২০ সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প-পুতিন। ফাইল ছবি: রয়টার্স
২০১৯ সালের জি২০ সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প-পুতিন। ফাইল ছবি: রয়টার্স

সভায় পুতিন আরও বলেন, 'নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন ট্রাম্প। বিশেষ করে ইউক্রেন সংকট নিরসনে যে বক্তব্য দিয়েছেন, সেটি আমলে নেওয়া উচিত।'

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় আসলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থেমে যাবে। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও একাধিকবার বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাঠানো বন্ধ করে দেওয়া উচিত।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি থেকে কী আশা করছেন, এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, 'আমি জানি না কী হবে। প্রেসিডেন্ট হিসেবে এটিই তার শেষ মেয়াদ। তিনি কী করবেন, সেটা তিনিই জানেন।'

এর আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, শপথ গ্রহণের আগে ট্রাম্পের সঙ্গে পুতিনের যোগাযোগ করার সম্ভাবনা নেই।

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

16m ago