প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন গোলানি, বাথ পার্টি ও আসাদের সংবিধান বাতিল

বাশার আল-আসাদ আমলের সংবিধান স্থগিত করে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন আহমেদ আল-শারা, যিনি আবু মোহাম্মদ আল-গোলানি ছদ্মনামেও পরিচিত।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এএফপি ও আল জাজিরা জানায়, বুধবার আসাদের বাথ পার্টি ও আসাদ সরকারের আইনসভাকেও বিলুপ্ত ঘোষণা করে সিরিয়ার নতুন প্রশাসন।
আল জাজিরা জানায়, নির্বাচনের আগ পর্যন্ত শারাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে শারা জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নির্বাচন আয়োজন করতে চার বছরের মতো সময় লাগতে পারে। নতুন সংবিধান প্রণয়ন করতেও তিন বছরের মতো লাগতে পারে।
সিরীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন আইন পরিষদ গঠনেরও দায়িত্ব দেওয়া হয়েছে শারাকে।
এছাড়া সিরিয়ার সব সামরিক গোষ্ঠী—আসাদ সরকারের সেনাবাহিনী থেকে শুরু করে শারার নিজস্ব গোষ্ঠী হায়াত তাহরির আল-শামকেও (এইচটিএস) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, সব সশস্ত্র গোষ্ঠীর অংশগ্রহণে একটি কেন্দ্রীয় সামরিক বাহিনী তৈরি করবে শারা সরকার।
বুধবার দামেস্কে শারার এইচটিএসের সঙ্গে যুদ্ধ করা সব বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডারদের উপস্থিতে হওয়া এক বৈঠক শেষে এসব সিদ্ধান্ত এসেছে।
আল জাজিরার প্রতিবেদন ওসামা বিন জাভেদ জানান, বৈঠকে বিদ্রোহী নেতাদের আশ্বস্ত করেছেন শারা। বলেছেন, তারা 'কেবল প্রতিনিধিত্বই পাবেন না, বরং নতুন সিরিয়ার অংশ হবেন।'
Comments