বলিভিয়ায় বাস খাদে পড়ে ৩১ জনের নিহত

বলিভিয়ায় বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। ছবি: ইউএনবি/শিনহুয়া
বলিভিয়ায় বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। ছবি: ইউএনবি/শিনহুয়া

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকায় মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

গতকাল সোমবার দেশটির পোটোসি ও ওরুরো বিভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র কর্নেল লিমবার্ট চক স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, 'এ ঘটনায় ৩১ জন প্রাণ হারিয়েছেন। আমরা এখনও মরদেহগুলো উদ্ধারের জন্য কাজ করছি।'

পুলিশের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গণপরিবহনটি মহাসড়ক থেকে ছিটকে ৮০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।

লিমবার্ট চক বলেন, সড়কটির দুর্ঘটনাস্থলে তীক্ষ্ণ বাঁক এবং খাড়া ঢাল রয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা চলছে।

আর আহত বাকী ১১ জন প্রাপ্তবয়স্কের মধ্যে দুইজন গুরুতর আঘাত পাওয়ায় তাদের অস্ত্রোপচার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Jamdani as the battleground

Jamdani is not just the material or the motifs; it encompasses everything—from the river system and flora-fauna of the Dhaka region

1d ago