রুশ-মার্কিন সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে রিয়াদে দ্বিপাক্ষিক বৈঠক শুরু

সৌদি কূটনীতিকদের উপস্থিতিতে রিয়াদে বৈঠকে বসেছেন মার্কিন ও রুশ কর্মকর্তারা। ফাইল ছবি: এএফপি
সৌদি কূটনীতিকদের উপস্থিতিতে রিয়াদে বৈঠকে বসেছেন মার্কিন ও রুশ কর্মকর্তারা। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা সৌদি আরবে বৈঠক শুরু করেছেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগেরও প্রথম ধাপ হতে যাচ্ছে এই বৈঠক।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

বৈঠকের আগে উভয় পক্ষ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দুই দেশের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠক থেকে যুগান্তকারী কোনো সিদ্ধান্ত বা উদ্যোগ আসবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।

রিয়াদের আলোচনা শুরুর আগেই কিয়েভসহ ইউরোপের বেশিরভাগ দেশের রাজধানীতে উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দিয়েছে। ইউরোপের নেতারা ভাবছেন, তাদেরকে পাশ কাটিয়ে ইউক্রেন যুদ্ধ অবসানের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প ও পুতিন।

রুশ-মার্কিন বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ। ছবি: এএফপি
রুশ-মার্কিন বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ। ছবি: এএফপি

সৌদি স্থানীয় সময় সকালে মার্কিন-রুশ কূটনীতিবিদরা রাজধানী রিয়াদের দিরিয়াহ প্রাসাদে বৈঠকে বসেছেন বলে জানিয়েছেন সাংবাদিকরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভকে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি।

ইতোমধ্যে গতকাল সোমবার প্যারিসে ইউরোপের নেতারা জরুরি আলোচনায় অংশ নিয়েছেন।

ওই বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিল ট্রাম্প প্রশাসনের নতুন, বৈপ্লবিক দৃষ্টিভঙ্গির বিপরীতে ইউরোপের সমন্বিত কৌশল নির্ধারণ।

রিয়াদে আজকের আলোচনায় ট্রাম্প-পুতিনের আসন্ন বৈঠকের প্রস্তুতিও স্থান পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তিন বছরের ইউক্রেন যুদ্ধ দ্রুত থামাতে চাইছেন ট্রাম্প। অপরদিকে, রাশিয়া চাচ্ছে তাদের দাবিগুলো পূরণ করে যুদ্ধ শেষ করতে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন ইউক্রেনে 'শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে' স্বাগত জানিয়েছেন।

'একইসঙ্গে, আমরা আশা করব সংশ্লিষ্ট সব গোষ্ঠী ও অংশীজনরা' আলোচনায় অংশ নেবেন, যোগ করেন তিনি।

বৈঠকের আগে রাশিয়া জানায়, পুতিন ও ট্রাম্প 'অস্বাভাবিক সম্পর্কের' বৃত্ত থেকে বের হয়ে আসতে চান এবং উভয় নেতাই আলোচনার টেবিলে ইউরোপের অন্যান্য দেশের অংশ নেওয়ার কোন যৌক্তিকতা দেখেন না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের জ্যেষ্ঠ সহযোগী ইউরি উশাকভের সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। সৌদি আরবের পক্ষ থেকে মধ্যস্থতাকারী হিসেবে থাকছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই আলোচনায় 'প্রাথমিকভাবে রুশ-মার্কিন সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি স্থান পাবে।'

রুশ-মার্কিন বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের বিশেষ সহযোগী ইউরি উশাকভ । ছবি: এএফপি
রুশ-মার্কিন বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের বিশেষ সহযোগী ইউরি উশাকভ । ছবি: এএফপি

'পাশাপাশি, ইউক্রেন যুদ্ধের সমাধানের জন্য সম্ভাব্য দরকষাকষি ও দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক আয়োজনও আলোচনায় স্থান পাবে', যোগ করেন পেসকভ।

সংশ্লিষ্টদের মত, এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের স্পষ্ট কোনো নির্দেশনা আসবে না। মার্কিন কর্মকর্তারা এই বৈঠককে 'দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপ' হিসেবে বর্ণনা দেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, 'এই বৈঠক শেষে (যুদ্ধ বন্ধের) দরকষাকষি বা অন্য কোনো উদ্যোগের বিস্তারিত জানা যাবে, এমনটা ভাবা উচিত নয় বলেই আমি মনে করি।'

রুশ কূটনীতিক উশাকভ জানান, 'ইউক্রেনে দরকষাকষি কিভাবে শুরু হবে', সেটা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। 

Comments

The Daily Star  | English
govt to drop wilful defaulter tag

Govt to drop wilful defaulter tag

Amendments to Bank Company Act also propose smaller boards, reducing family control

12h ago