‘একেই বলে যোগ্য নেতৃত্ব’

হোয়াইট হাউসে বক্তব্য রাখছেন ইলন মাস্ক। ছবি: এএফপি
হোয়াইট হাউসে বক্তব্য রাখছেন ইলন মাস্ক। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মদক্ষতা বিভাগ ডিওজিইর প্রধান ও ধনকুবের ইলন মাস্ক রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভের ভূয়সী প্রশংসা করেছেন।

আজ মঙ্গলবার রাশিয়ার গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লাভরভ ও উশাকভের সৌদি আরবে পৌঁছানোর ভিডিও শেয়ার করে মাস্ক মন্তব্য করেন, 'একেই বলে যোগ্য নেতৃত্ব।'

আজই সৌদি আরবে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক।

রাশিয়ার লাভরভ ও উশাকভের সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে রিয়াদে এসে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে রিয়াদে এসে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: এএফপি

মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকছে রিয়াদ।

বৈঠকে রুশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা ও ইউক্রেন যুদ্ধ নিরসন নিয়ে আলোচনা হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বৈঠকে 'ইতিবাচক ইঙ্গিত' বলে উল্লেখ করেন। তবে তিনি জানান, এখনো কোনো কিছু নিয়ে পূর্বাভাস দেওয়ার সময় আসেনি।

 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 35% in April

Bangladeshi migrants sent home $2.75 billion in the month

1h ago