‘একেই বলে যোগ্য নেতৃত্ব’

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মদক্ষতা বিভাগ ডিওজিইর প্রধান ও ধনকুবের ইলন মাস্ক রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভের ভূয়সী প্রশংসা করেছেন।
আজ মঙ্গলবার রাশিয়ার গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লাভরভ ও উশাকভের সৌদি আরবে পৌঁছানোর ভিডিও শেয়ার করে মাস্ক মন্তব্য করেন, 'একেই বলে যোগ্য নেতৃত্ব।'
This is what competent leadership looks like https://t.co/frZrdhsEzZ
— Elon Musk (@elonmusk) February 17, 2025
আজই সৌদি আরবে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক।
রাশিয়ার লাভরভ ও উশাকভের সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ।

মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকছে রিয়াদ।
বৈঠকে রুশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা ও ইউক্রেন যুদ্ধ নিরসন নিয়ে আলোচনা হবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বৈঠকে 'ইতিবাচক ইঙ্গিত' বলে উল্লেখ করেন। তবে তিনি জানান, এখনো কোনো কিছু নিয়ে পূর্বাভাস দেওয়ার সময় আসেনি।
Comments