বন্দুকের নল নামানোর দায়িত্ব ইসলামাবাদের: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ফাইল ছবি: এএফপি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ফাইল ছবি: এএফপি

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

ওমর আবদুল্লাহ'র দাবি, এই অঞ্চলে কেউই চায় না ভারত-পাকিস্তান যুদ্ধে জড়াক। তবে 'বন্দুকের নল নামিয়ে আনার' দায়িত্ব ইসলামাবাদের। 

আজ বুধবার যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

আবদুল্লাহ জানান, ভারত সরকার গত মাসে পাহেলগামের সন্ত্রাসী হামলার 'উপযুক্ত জবাব' দিতে 'সঠিক পদ্ধতি' বেছে নিয়েছে।

তিনি এএনআই নিউজকে বলেন, 'শুধু পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা হয়েছে। কোনো সামরিক-বেসামরিক অঞ্চল আক্রান্ত হয়নি। তবে পাকিস্তান কিছু জায়গায় বেসামরিক মানুষকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।'

বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যবর্তী সীমান্তরেখায় পাকিস্তানের গোলাবর্ষণের ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী ওই অঞ্চলের বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, 'তাদের (বাসিন্দাদের) এখান থেকে সরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।'

তিনি জানান, যেকোনো ধরনের সংকট মোকাবিলার জন্য প্রয়োজনীয় নিত্যপণ্যের যথেষ্ঠ মজুদ রয়েছে।

Comments

The Daily Star  | English
fazlur rahman safety concern

‘As a freedom fighter, I have the right to live in peace’

Fazlur Rahman voices concern for his and family’s safety as protesters besiege his Dhaka home

1h ago