গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ১৫০: ‘উপত্যকাকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ পথে ইসরায়েল 

ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত শরণার্থী তাবুর ভেতর বসে আছেন এক ফিলিস্তিনি নারী। ছবি: এএফপি

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা আরও তীব্র রূপ নিয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শনিবার আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে অন্তত ১৫০ জন নিহত ও ৪৫৯ জন আহত হয়েছে।

গাজায় গণহত্যার এই ধাপে ফিলিস্তিনি শরণার্থীদের উপত্যকার দক্ষিণ দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর বিশ্লেষক ও কলামিস্ট গিডিওন লেভি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এরপর পুরো গাজা উপত্যকাকেই সত্যিকার অর্থে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।'

'ইসরায়েলের এই পরিকল্পনার প্রতি সারা বিশ্বই এখন উদাসীন। অনেক ইসরায়েলিও মনে করে, ৭ অক্টোবরের হামলার পর এটিই (গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়া) উপযুক্ত পদক্ষেপ।'

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করায় দুই দেশের সম্পর্কে ফাটলের যে গুঞ্জন উঠেছে, তাতে কান দেওয়া উচিত না বলেও মন্তব্য করেন লেভি।

'ইসরায়েলকে (ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর থেকে) সরিয়ে রাখা হয়েছে, কারণ এটা পরিষ্কার যে নেতানিয়াহু যুদ্ধ থামাতে বা গাজা থেকে সরে আসতে প্রস্তুত না,' যোগ করেন তিনি। 

এদিকে আজ বাগদাদে শুরু হওয়া আরব লিগের বার্ষিক সম্মেলনে মুখ্য আলোচনা হয়ে উঠেছে গাজায় চলমান গণহত্যা। 

৩৪তম আরব শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেন, 'এই গণহত্যার মতো কদর্যতা ইতিহাসে আর দেখা যায়নি।' 

গাজার পুনর্গঠনের জন্য প্রস্তাবিত আরব তহবিলে ২০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুদানি। 

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

22m ago