সিরিয়ায় ২ দিনে আলাওয়াইত সম্প্রদায়ের ১০০ জনকে অপহরণ

লেবাননের একটি আশ্রয় শিবিরে সিরিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে আসা আলাওয়াইত সম্প্রদায়ের সদস্যরা। ফাইল ছবি: এএফপি
লেবাননের একটি আশ্রয় শিবিরে সিরিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে আসা আলাওয়াইত সম্প্রদায়ের সদস্যরা। ফাইল ছবি: এএফপি

সিরিয়ার উপকূলীয় এলাকাগুলোয় গত ৪৮ ঘণ্টায় ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারী আলাওয়াইত সম্প্রদায়ের ১০০ জনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ এসেছে।

আজ সোমবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, সিরিয়ার হামা ও হোমস প্রদেশেও অপহরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্ররা লেবাননের আল-মায়াদিন গণমাধ্যমকে জানান, সিরিয়ায় ভূমধ্যসাগরের তীরবর্তী শহর ও গ্রামের সড়কগুলো থেকে আলাওয়াইত সম্প্রদায়ের সদস্যদের অপহরণের প্রবণতা বেড়েছে।

প্রায় প্রতি প্রদেশ থেকে দৈনিক গড়ে ২০ জনকে অপহরণ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

সিরিয়ায় চলমান গোলযোগপূর্ণ পরিবেশে উপকূলীয় অঞ্চলগুলোয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা ঘটছে। বিশেষ করে, লাতাকিয়া ও টারটাস প্রদেশ এবং হোমস ও হামা প্রদেশের কয়েকটি এলাকায় সহিংসতা বেড়েছে।

প্রতিবেদনে মন্তব্য করা হয়—এসব অঞ্চলে আলাওয়াইত ও খ্রিষ্টানদের গণহত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং দেশটির ভূতাত্ত্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে স্থায়ী পরিবর্তন আনার বৃহত্তর পরিকল্পনার অংশ।

 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago